সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

চার দিনের সরকারি সফরে কাতার গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
কাতার সশস্ত্র বাহিনীর বিশেষ আমন্ত্রণে বুধবার (২৩ নভেম্বর) তিনি এ সফরে যান। সফরকালে তিনি কাতার সেনাবাহিনীর আমিরি গার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সাক্ষাতকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। পরবর্তীতে তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।
এ ছাড়াও কাতার সশস্ত্র বাহিনী কর্তৃক আয়োজিত আমন্ত্রিত দর্শক হিসাবে তিনি কাতারে চলমান বিশ্বকাপ ফুটবল খেলা দেখবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ নভেম্বর দেশে ফিরবেন।
কেএম/এসএন
