ভারতে মেডিকেল ভিসা বাড়াতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

চিকিৎসার জন্য যারা ভারতে যান তাদের ভিসার সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রনয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকমিশনারকে স্বাগত জানানোর সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশেষ করে যারা চিকিৎসার উদ্দেশে ভারত যেতে চান তাদের জন্য ভিসা বৃদ্ধির উপর জোর দেন।
এসময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আশ্বস্ত করেন, দ্রুততার সঙ্গে ভিসা ইস্যু করার চেষ্টা করবেন তারা।
আরইউ/এসজি
