জঙ্গি ছিনতাই: প্রতিবেদন জমা দিতে সময় চায় তদন্ত কমিটি

ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রতিবেদন জমা দিতে আরও সময় চাইবে তদন্ত কমিটি। এর আগে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গঠিত এই কমিটির।
কমিটি সূত্রে জানা যায়, কমিটির সদস্যরা বলছেন বিচার বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দিতে আরও সময় চাইবেন তারা।
মঙ্গলবার (২২ নভেম্বর) তদন্ত কমিটির সভাপতি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার বলেন, আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে না। তদন্ত শেষ করতে আরও সময় লাগতে পারে। তা ছাড়া বলার মতো এখনো তেমন কিছু হয়নি।
আসামি পালিয়ে যাওয়া সংক্রান্ত দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে করণীয় সম্পর্কে বিস্তারিত সুপারিশমালা প্রণয়নের কথা রয়েছে এই তদন্ত কমিটির।
উল্লেখ্য, ঘটনার দিন গত রবিবার (২০ নভেম্বর) বিকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিক করা এক আদেশে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ কার্যদিবসের মধ্যে ডিএমপি কমিশনারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কেএম/আরএ/
