ফসলের পুষ্টির দিকে নজর দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফসলের গুণগতমান ঠিক রেখে পুষ্টির দিকে নজর দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘ফসলের গুণগতমান ঠিক রেখে পুষ্টির দিকে নজর দিতে হবে। ভবিষ্যতের কথা বিবেচনা করে ফসল গুদামজাত ও সংরক্ষণ করতে হবে।’
মঙ্গলবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অনুশাসন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্পের অনুমোদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, হাওরের কোনো ক্ষতি করা যাবে না। উপকূলের অবকাঠামো নষ্ট করা যাবে না। কোনো খাল বন্ধ করা যাবে না।
কারা নিরাপত্তা আধুনিকায়ন ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের প্রকল্প অনুমোদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘একটি গোষ্ঠী আছে তারা নাছোড়বান্দা। সুযোগ পেলেই আঘাত করার চেষ্টা করবে। তাই সতর্ক থাকতে হবে। সব ক্ষেত্রে প্রযুক্তির অনেক উন্নয়ন হচ্ছে। তাই কারাগারেরও নিরাপত্তা আধুনিকায়ন করা হবে।’
জেডএ/এমএমএ/
