ভারতকে ঘনিষ্ঠ-গুরুত্বপূর্ণ প্রতিবেশী মনে করে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ভারতকে সবচেয়ে ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বিবেচনা করে।
সোমবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মাকে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ সময় সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট সবাইকে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের যেখানেই যাই না কেন আমাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হচ্ছে। বাংলাদেশে কাজ করা সম্মানের। দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও জোরদার করতে কাজ করতে চাই।
আরইউ/আরএ/
