শিশু সাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব আলী ইমাম আর নেই

খ্যাতিমান শিশু সাহিত্যিক ও টেলিভিশন ব্যক্তিত্ব আলী ইমাম আর নেই। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে আজ সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
আলী ইমামের জন্ম ১৯৫০সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। জন্মের ৬ মাস পরই পুরো পরিবারসহ ঢাকায় প্রত্যাবর্তন করেন। পুরো পরিবারসহ থাকতেন পুরান ঢাকার ঠাটারীবাজারে। তার শৈশব-কৈশোর কেটেছে পুরান ঢাকার ওয়ারী, লিঙ্ক রোড, নয়াবাজার, নওয়াবপুর, কাপ্তানবাজার, ফুলবাড়িয়ায় এলাকায়।
তিনি ছিলেন শিশু সাহিত্যিক এবং অডিও ভিজ্যুয়াল ব্যবস্থাপক। গল্প, উপন্যাস, প্রবন্ধ, ফিচার, ভ্রমণকাহিনী, বিজ্ঞান কল্পকাহিনীসহ অনেক বিষয়ে তিনি শিশুদের জন্য বই লিখেছেন। তার প্রকাশিত গ্রন্থসংখ্যা ছয় শতাধিক।
আলী ইমামের লেখনিতে উঠে এসেছে শিশু মনস্তত্ত্ব, বৈজ্ঞানিক কল্পকাহিনী, উপন্যাস ও ইতিহাস, রোমাঞ্চ এবং মানবতা ধরনের বিষয়। তিনি খুব সহজ সরল ভাষায় লিখতেন।
আলী ইমাম বাংলাদেশ টেলিভিশনের মহা-ব্যবস্থাপক ছিলেন। ২০০৬ সালে তিনি চাকরি থেকে অবসর নেন। তারপর তিনি স্যার সাঈদ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হন কম্পিউটার প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার জন্য। ২০১০ সালে তিনি তার শিক্ষা সমাপ্ত করেন এবং নিজেই জনসেবামূলক প্রতিষ্ঠান খুলেন। এ ছাড়াও তিনি অনেক ব্লগের লেখক।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে প্রবন্ধ-গবেষণা বিষয়ক সোনালী তোরণ, আলোয় ভুবন ভরা, দুঃসাহসী অভিযাত্রী, প্রিয়-প্রসঙ্গ , বুনোহাঁসের পালক , সেসুলয়েডের পাঁচালী, গল্পগ্রন্থ রক্ত দিয়ে কেনা , ভিনদেশী কিশোর গল্প , কাছের পাহাড় দূরের পর্বত, সাগর থেকে সাগরে , বাংলাদেশের কথা, বিদেশি পর্যটকদের চোখে বাংলাদেশ ,দূরের দ্বীপ কাছের দ্বীপ, প্রাচীন বাংলা বৌদ্ধ বিহার, বাঙলা নামে দেশ, ডানা মলার দিন, দেখোরে নয়ন মেলে, ভ্রমণ কাহিনী: কাছে থেকে দূরে।
এনএইচবি/এমএমএ/
