‘পলাতক জঙ্গিদের ধরতে মাঠে নেমেছে র্যাব’

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, ‘গতকাল রবিবার আদালতের সামনে ঘটে যাওয়া ঘটনায় আমরা আদালত প্রাঙ্গণ ও পাশাপাশি অন্যান্য জায়গার সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। এ ছাড়া, আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রেখেছি।’
তিনি বলেন, ‘আমরা জঙ্গিদের পূর্ববর্তী অপরাধের স্টোরি, তাদের আত্মীয়-স্বজন ও তাদের বিভিন্ন সময় চলাচলের বিষয়ে পর্যালোচনা করছি। এসব পর্যালোচনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছি। র্যাবের সব ইউনিট ও গোয়েন্দা শাখা জঙ্গিদের গ্রেপ্তারের অভিযান পরিচালনা করছে।’
কেএম/এমএমএ/
