পাইকারি পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ল। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই দাম বৃদ্ধির ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।
নতুন এই দাম ২০২২ সালের ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
মাত্র এক মাস আগে বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। যদিও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব এখনো দেয়নি বিতরণ কোম্পানিগুলো। তবে সংশ্লিষ্টরা বলছেন, পাইকারি দাম বাড়লে খুচরা পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ার শঙ্কা থেকেই যায়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুননির্ধারণের প্রস্তাব দেয় বিইআরসির কাছে। এরপর ১৮ মে তাদের প্রস্তাবের উপর গণশুনানি হয়। এরপর ১৩ অক্টোবর দাম না বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি।
এরপর গত সোমবার (১৪ নভেম্বর) রিভিউ আপিল করে পিডিবি। এক সপ্তাহের যাচাই-বাছাই শেষে নতুন দাম ঘোষণা করল বিইআরসি।
এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিইআরসি বিদ্যুতের পাইকারি দাম ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা নির্ধারণ করেছিল।
আরইউ/আরএ/
