‘জঙ্গিদের এমন কৌশল ত্রিশালের ঘটনা মনে করিয়ে দেয়’

আদালত থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে গ্রেপ্তারের জন্য সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। জঙ্গিদের সহযোগীদের ছিনিয়ে নেওয়ার কার্যক্রম দেখে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গিদের এমন ঘটনা আমাদের ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারির ঘটনা মনে করিয়ে দেয়। ওই দিন জঙ্গিরা পুলিশের উপর হামলা করে তাদের সহকারীকে ছাড়িয়ে নিয়ে যায়।
বিশেষজ্ঞরা প্রশাসনকে সতর্ক করে বলছেন, জঙ্গিদের এমন কৌশল দেখে বোঝা যায় তারা হামলার পরিকল্পনা পরিবর্তন করেছে। সব কিছু মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত সতর্ক থেকে দেশের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে।
বিশেষজ্ঞদের দাবি, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নেওয়ার পথে ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকার মাঝামাঝি সাইনবোর্ড এলাকায় পুলিশের প্রিজনভ্যানে আক্রমণ চালায় জঙ্গিরা। ওই ঘটনায় পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়। গুলি ও বোমার আঘাতে আতিকুল ইসলাম (৩০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হন, আহত হন পুলিশের আরও ২ সদস্য। তাদের দাবি, আজ রবিবার (২০ নভেম্বর) সেই পুরাতন স্টাইলে জঙ্গিরা তাদের বন্ধুকে আদালত থেকে তুলে নিয়ে যায়।
এদিকে গোয়েন্দা তথ্য বলছে, ২০১৪ সালের ময়মনসিংহের ত্রিশাল এলাকায় পুলিশের প্রিজনভ্যানে আক্রমণের ধরণ পরিবর্তন করে আজ তারা আদালত প্রাঙ্গণ থেকে কৌশলে তাদের সহকর্মীকে তুলে নিয়ে গেছে। যেটা ৯ বছর আগের ঘটনা মনে করিয়ে দেয়। তারা প্রায় নয় বছর পর তাদের অপরাধের ধরন পাল্টে নতুন কৌশলে অবস্থান নিয়েছে।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. গোলাম ছারোয়ার খান জাকির বলেন, রবিবারের এ ঘটনাকে কেন্দ্র করে বলতে চাই, ভয়ংকর এই জঙ্গি আসামিদের যেভাবে নিরাপত্তা দেওয়ার কথা সেরকম নিরাপত্তা দেওয়া হয়নি।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অপরাধ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক তৌহিদুল হক বলেন, ২০১৪ সালে ত্রিশালে আমরা দেখেছি জঙ্গিরা তাদের সহযোগিকে প্রিজনভ্যান ভেঙে নিয়ে যায়। তা ছাড়া হলি আর্টিজানের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর মনে রেখে জঙ্গিদের বিবেচনা করা উচিত ছিল। তারা যদি আগে থেকে আদালতে নিরাপত্তা দিত তাহলে হয়ত এমন ঘটনা দেশবাসীর সামনে আসত না।
জানতে চাইলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, আমরা যদি আগে থেকে গোয়েন্দা তথ্য পেতাম তাহলে হয়ত এমন ঘটনাটি ঘটত না।
তিনি বলেন, আমরা বিভিন্ন সময় অনেক জঙ্গিদের আইনের আওতায় এনেছি এমন ঘটনার মুখোমুখি হয়ত আমাদের হতে হয়নি। আশা করি তাদের গ্রেপ্তারের পর এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।
কেএম/আরএ/
