জঙ্গিদের সম্পর্কে তথ্য পেয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, যে সব জঙ্গিরা পুলিশের চোখে স্প্রে করে ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেট থেকে দুই আসামিকে ছিনিয়ে নিয়েছেন, তাদের সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।
রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, দুজন আসামিকে কয়েকজন জঙ্গি এসে পুলিশকে আক্রমণ করে ছিনিয়ে নেয়। এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। মামলায় আব্দুস সবুর ও আরাফাত রহমানসহ ২০ জনকে এজহার নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া, অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, আদালতের সার্বিক নিরাপত্তার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। ইতোমধ্যে যারা পালিয়েছে তাদের গ্রেপ্তারের জন্য কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগে রবিবার (২০ নভেম্বর) দুপুরে এদিন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। এরপর অপরাধীদের ধরতে মাঠে নামে সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যরা।
কেএম/এমএমএ/
