জঙ্গিদের ধরতে সীমান্তে রেড অ্যালার্ট

আদালত থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে গ্রেপ্তারের জন্য সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট।
রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. মনজুর রহমান বলেন, ভয়াবহ দুই জঙ্গি যেন দেশ ছাড়তে না পারে সেজন্য সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। তাদেরকে ধরার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুব শিগগিরই তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। আমরা বর্ডার এলাকাগুলোতে বলে দিয়েছি, তারা যেন পালিয়ে যেতে না পারে। সব ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা হয়েছে।
এদিকে পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে একেক জনের জন্য ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেছে পুলিশ। অন্যদিকে অপরাধীদের ধরতে ঢাকাজুড়ে রেড অ্যালার্ট জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
কেএম/এসজি
