দুই জঙ্গি ধরতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি পালানোর ঘটনায় অপরাধীদের ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।
রবিবার (২০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল এ কর্মকর্তা ঢাকাপ্রকাশ-কে এ তথ্য জানিয়েেছন।
ওই কর্মকর্তা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের কাছে একটি নির্দেশনা এসেছে সেই নির্দেশনা অনুযায়ী এটি ঘোষণা করা হয়েছে।’
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. মনজুর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে একেক জনের জন্য ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। কেউ তাদের পেলে অবশ্যই পুলিশকে জানাবেন।
কেএম/এমএমএ/
