নৌ পথে দুর্ঘটনায় মারা যান দুরন্ত বিপ্লব: ডিবি পুলিশ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য তরুণ রাজনীতিক দুরন্ত বিপ্লবের মৃত্যুর রহস্য উন্মোচন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ বলছে, নৌ পথের দুর্ঘটনায় মারা যান দুরন্ত বিপ্লব।
রবিবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিবি পুলিশের ডেপুটি কমিশনার মশিউর রহমান।
মশিউর রহমান বলেন, এটি হত্যাকাণ্ড নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুরন্ত বিপ্লব লঞ্চ এবং ছোট ট্রলার মধ্যে যখন নদীপথে সংঘর্ষ হয় বা দুর্ঘটনা ঘটে তখন তিনি আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে পড়ে যান। তিনি সাঁতার কাটার শক্তি হারিয়ে ফেলেন। এরপর পরবর্তীতে তার মরদেহ ৫ দিন পর ভেসে ওঠে।
তিনি বলেন, দুরন্ত বিপ্লব হত্যাকাণ্ডের শিকার হননি, লঞ্চের সংঘর্ষে এবং পানির নিচে থেকে কোনো আঘাতের কারণে তার শরীরে ক্ষত থাকতে পারে। ক্ষত থাকলেই এটাকে হত্যাকাণ্ড হিসেবে ধরা হয় না যেহেতু এটা নদীপথের ঘটনা। এক পর্যায়ে লাশটি হয়ত পানির গভীরে চলে যায়, তখন গভীর থেকে তার লাশে যে কোনো আঘাত লাগতে পারে।
উল্লেখ্য, দুরন্ত বিপ্লব গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাড়ি আসার পথে নিখোঁজ হন। নিখোঁজের পাঁচ দিন পর নদীতে তার লাশ পাওয়া যায়।
কেএম/আরএ/
