কপ-২৭: বড় সিদ্ধান্ত ছাড়াই শেষ হচ্ছে জলবায়ু সম্মেলন

শুক্রবার (১৮ নভেম্বর) বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৭) শেষ দিন হলেও আলোচনা এখনো চলছে। কোনো সিদ্ধান্ত না আসায় কপ প্রেসিডেন্সির পক্ষ থেকে সময় একদিন বাড়ানোর কথা জানানো হয়েছে। বিশেষ করে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে তুমুল বাকবিতণ্ডা চলছে লস অ্যান্ড ড্যামেজের জন্য তহবিল গঠনসহ আরও বেশ কিছু ইস্যুতে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জলবায়ু ক্ষতিগ্রস্ত এলডিসিভুক্ত দেশগুলো ও ব্যাপক মাত্রায় কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোর মধ্যে লস অ্যান্ড ড্যামেজ, মিটিগেশন, অ্যাডাপটেশন, জলবায়ু তহবিলে ১০০ বিলিয়ন ডলার অর্থায়নের বিষয় নিয়ে তুমুল বিতর্ক চলছে। বিশেষ করে লস অ্যান্ড ড্যামেজ ইস্যুতে শুক্রবার পর্যন্ত উন্নত রাষ্ট্রগুলো তাদের অবস্থান থেকে চুল পরিমাণ নড়েনি। তারা বলছে, ২০২৪ এর আগে লস অ্যান্ড ড্যামেজ ইস্যুতে কোনো কথা হবে না। অন্যদিকে উন্নয়নশীল রাষ্ট্র অর্থাৎ জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশগুলো বলছে, শার্ম আল শেখ সম্মেলনেই লস অ্যান্ড ড্যামেজের বিষয়ে একটা ঘোষণা দিতে হবে। এই ঘোষণার আলোকে আগামী দুই বছর ফ্রেমওয়ার্ক তৈরি হবে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্মেলনের সময় একদিন বাড়লেও লস অ্যান্ড ড্যামেজের বিষয়ে কোনো রকম ঘোষণা বা সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই। একইভাবে কার্বন নিঃসরণ কমানো, মিটিগেশন, অ্যাডাপটেশনসহ গুরুত্বপূর্ণ এসব ইস্যুতে সিদ্ধান্ত আসার সম্ভাবনা খুবই কম।
এদিকে সম্মেলনের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সরকারি ও বেসরকারি প্রতিনিধি দলের সদস্যরা, সাংবাদিকসহ সিভিল সোসাইটির প্রতিনিধিদের বেশির ভাগ এরই মধ্যে শার্ম আল শেখ ত্যাগ করেছেন।
এখন একটি আশাব্যাঞ্জক সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। তাদের আশা আজ রাতের মধ্যে উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে দর কষাকষি করে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লস অ্যান্ড ড্যামেজ ইস্যুতে তুমুল বাকবিতণ্ডা চলছে।
সম্মেলনে অংশ নেওয়া দেশি-বিদেশি ডেলিগেটরা বলছেন, এবারের জলবায়ু সম্মেলন কার্যত দরিদ্র রাষ্ট্রগুলোর আশা ভঙ্গের সম্মেলনে পরিণত হচ্ছে।
সিভিল সোসাইটির প্রতিনিধিরা বলছেন, লস অ্যান্ড ড্যামেজ নিয়ে যদি শেষ পর্যন্ত ধনী ও সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলো কোনো ঘোষণা না দেয় তাহলে এবারের সম্মেলনে কোনো অর্জন আসবে না।
বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) কোস্টের আমিনুল ইসলাম শুক্রবার ঢাকাপ্রকাশ-কে বলেন, লস অ্যান্ড ড্যামেজ নিয়ে যদি কোনো ঘোষণা না আসে সেটা হবে আমাদের মতো জলবায়ু ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর জন্য হতাশাজনক। তিনি বলেন, কপ প্রেসিডেন্সি থেকে সম্মেলনের সময় বাড়ানোর কথা জানানো হয়েছে। এখন সবাই একটা সিদ্ধান্তের আশায় তাকিয়ে আছে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর মিশরের শার্ম আল শেখ শহরে শুরু হয় বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৭)। আজই ছিল সম্মেলনের শেষ দিন।
এনএইচবি/এসজি
