জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রসচিব কথা বলেছেন: প্রতিমন্ত্রী

জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কথা বলেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) বাংলাদেশ ও পর্তুগালের মন্ত্রী পর্যায়ে প্রথম রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশের নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা শুনেছি, যা পৃথিবীর আর কোথাও শুনিনি। আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।
এ অবস্থায় শাহরিয়ার আলম ফেসবুকে একটি পোস্টে লেখেন, আমরা বাংলাদেশে নিযুক্ত জাপানের অ্যাম্বাসেডরকে ডেকেছিলাম। তাকে যা যা বলা দরকার আমরা বলেছি। সবকিছু বিস্তারিত গণমাধ্যমে বলার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তাই এই বিষয়ে কোনো গণমাধ্যমে আমরা আর কোনো বক্তব্য দিতে চাই না।
এ অবস্থায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপানের রাষ্ট্রদূত জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তার কোনো সাক্ষাৎ হয়নি।
এ অবস্থায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি তো তাকে ডাকার কথা বলিনি। তাকে যা বলার পররাষ্ট্র সচিবই বলেছেন।
এদিকে, ঢাকায় সফররত পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতাবিষয়ক সচিব ড. ফ্রান্সিসকো আন্দ্রে সিভিল সোসাইটি ও কূটনীতি নিয়ে কাজ করেন এমন কিছু মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম বলেন, মতবিনিময় সভায় দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। ভারতে গিয়ে নয়, বাংলাদেশ থেকেই ভিসা প্রসেসিং করার বিষয়ে পর্তুগাল আশ্বস্ত করেছে বলে এ সময় উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আরইউ/এসএন
