কপ-২৭: ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ে অনড় উন্নত দেশগুলো

বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৭) আর মাত্র একদিন বাকি থাকলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো। বিশেষ করে লস অ্যান্ড ড্যামেজ নিয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উন্নয়নশীল রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে দরকষাকষি চলছে।
জলবায়ুর ক্ষতিগ্রস্ত দেশগুলো তাকিয়ে আছে উন্নত রাষ্ট্রগুলোর একটি ঘোষণার দিকে। কিন্তু লস অ্যান্ড ড্যামেজ নিয়ে উন্নত রাষ্ট্রগুলোর যে অবস্থান তাতে কোনো পরিবর্তন হয়নি।
গত ৬ নভেম্বর মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে শুরু হওয়া জলবায়ু সম্মেলনে বহু ইস্যু নিয়ে আলোচনা চললেও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে লস অ্যান্ড ড্যামেজের তহবিলের উপর। অ্যাডাপটেশন ও মিটিগেশন নিয়ে আলোচনা হলেও বাংলাদেশসহ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলো এবারই সম্মেলনে গুরুত্ব দিচ্ছে লস অ্যান্ড ড্যামেজের উপর।
কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী উন্নত রাষ্ট্রগুলো এখনই লস অ্যান্ড ড্যামেজের বিষয়ে কোনো ঘোষণা দিতে চায় না। তারা আরো সময় নিতে চায় এবং এ ব্যাপারে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে চায়।
অন্যদিকে, জলবায়ু ক্ষতিগ্রস্থ রাষ্ট্রগুলো বিশেষ করে এলডিসিভুক্ত ৪৬টি দেশ জোর দিয়ে বলেছে, এবারের সম্মেলনে একটা ঘোষণা দিতে হবে।
বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য এবং জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা লস অ্যান্ড ড্যামেজ উপর। কিন্ত উন্নত রাষ্ট্রগুলো এ বিষয়ে এখন পর্ষন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।
তিনি বলেন, ‘আমরা ১৮ তারিখের মধ্যেই একটা ঘোষণা চাচ্ছি। কিন্তু সম্মেলন শেষের দিকে চলে আসলেও উন্নত রাষ্ট্রগুলো শুধুই সময়ক্ষেপন করছে।’
সম্মেলনে অংশ নেওয়া দেশি-বিদেশি ডেলিগেটদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের জলবায়ু সম্মেলন কার্যত দরিদ্র রাষ্ট্রগুলোর আশা ভঙ্গের সম্মেলনে পরিণত হচ্ছে।
সিভিল সোসাইটির প্রতিনিধিরা বলছেন, লস অ্যান্ড ড্যামেজ নিয়ে যদি শেষ পর্যন্ত ধনী ও সর্বচ্চো কার্বন নিঃসরণকারী দোশগুলো কোনো ঘোষণা না দেয় তাহলে এবারের সম্মেলনে কোনো অর্জন আসবে না।
বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বৃহস্পতিবার ঢাকাপ্রকাশ-কে লস অ্যান্ড ড্যামেজ নিয়ে যদি কোনো ঘোষণা না আসে সেটা হবে আমাদের মত জলবায়ু ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর জন্য খুবই হতাশাজনক। মনে রাখতে হবে কোন রকম কার্বণ নিঃসরণ না করেও উন্নয়ন রাষ্ট্রগুলো ক্ষতির শিকার হচ্ছে। এটা উন্নত রাষ্ট্রগুলোকে বুঝতে হবে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে অবস্থা তাতে লস অ্যান্ড ড্যামেজ বিষয়ে কোনো খুব একটা আশাবাদী হওয়া যাচ্ছে না। তরপরও সবাই তাকিয়ে আছে। যেহোতু সম্মেলনের এখনো আরও একদিন বাকি আছে। এটা না হলে বলা যাবে এবারের মিশর সম্মেলন শেষ হতে চলছে বুক ভরা হতাশা নিয়ে।
এমএমএ/
