ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে 'বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
মহাপরিচালক ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশ প্রেম এবং দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা নিয়ে বলেন, বঙ্গন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা যদি আমাদের জীবনে কাজে লাগাতে পারি; তাই হবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও স্মরণ করার শ্রেষ্ঠ উপায়।
তিনি জাতির পিতার জীবনাদর্শে উজ্জ্বীবিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালনে উদাত্ত আহবান জানান। উদ্বোধনের পর দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়।
জেডএ/এমএমএ/
