ফারদিনকে ৪ নভেম্বর রাত সোয়া ২টায় যাত্রাবাড়ী মোড়ে দেখা গেছে: ডিবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেছেন, বুয়েটের শিক্ষার্থী ফারদিন নূর পরশকে ৪ নভেম্বর দিবাগত রাত সোয়া ২টায় রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ডিবি প্রধান হারুন অর রশিদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় এ কথা বলেন।
ডিবি প্রধান বলেন, সাদা টি-শার্ট পরা এক যুবককে লেগুনায় উঠতে দেখা গেছে। গাড়িতে আরও ৪ জন ছিলেন। গাড়িটি তারাবোর দিকে যাচ্ছিল। ওই গাড়ির চালক ও সহযোগীদের নজরদারিতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ফারদিনের মৃত্যুর পেছনের কারণ আমরা এখনো জানতে পারিনি। তাকে ঠিক কোথায় হত্যা করা হয়েছে, তাও এখনো জানা যায়নি।
কেএম/এমএমএ/
