ঝুঁকিপূর্ণ-সেবামূলক কাজের জন্য পদক পেলেন ৪৫ দমকলকর্মী

২০২২ সালে সাহসিকতা, ঝুঁকিপূর্ণ ও সেবামূলক কাজের মাধ্যমে দৃষ্টান্তের স্বীকৃতি স্বরূপ ৪৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে পদক দিয়েছে ফায়ার সার্ভিস। সেবা ও বীরত্বসূচক ৪ ক্যাটাগরিতে পদক দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ সমাপনী অনুষ্ঠানের এই পদক দেওয়া হয়।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ট্রাস্ট প্রতিষ্ঠা করার চেষ্টা করব। ফায়ার সার্ভিসের পরিচালককে সঙ্গে নিয়ে এই ট্রাস্টকে উঁচু মানের ট্রাস্টে পরিণত করা হবে।
প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দমকলকর্মীদের মানবিক, মহৎ কর্ম ও দূর সময়ের বন্ধু হিসেবে মূল্যায়ন করেন। তিনি (প্রধানমন্ত্রী) লিঙ্গ বৈষম্যে দূর করার কথা বলেছে। নারী ও তৃতীয় লিঙ্গের মানুষদের ফায়ার সার্ভিসে যুক্ত করার নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জন দমকলকর্মী নিহত হয়েছেন। তারা অগ্নিবীর হয়েছেন।
কেএম/এসএন
