সিলেটের বন্যায় একজন মানুষও মারা যায়নি: দুর্যোগ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, সিলেটের বন্যায় বন্যায় একজন মানুষও মারা যায়নি। আমরা প্রমাণ করে দিয়েছি এবং দেশ-বিদেশে সেটা প্রচারও হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২-এর উপলক্ষে স্বেচ্ছাসেবী সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার কাছ থেকে বিভিন্ন তথ্য নেন এবং আমাকে বিভিন্ন নির্দেশনা দেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করতে অনেকটা সক্ষম হয়।
এ সময় ফায়ার সার্ভিসের উদ্দেশে তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবিলায় যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ফায়ার সার্ভিসকে নিয়ে চিন্তা করছেন এবং তার নেতৃত্বে ফায়ার সার্ভিসকে উন্নত করা হচ্ছে।
এনামুর রহমান বলেন, ফায়ার সার্ভিসকে যেকোনো প্রয়োজনে আমরা পাশে পাই। সেজন্য আমি ফায়ার সার্ভিসকে উন্নত এবং দুর্যোগ মোকাবিলায় শক্তিশালী করতে যা যা প্রয়োজন সবকিছু ফায়ার সার্ভিসকে দেওয়া হবে। আমি সব সময় ফায়ার সার্ভিসের পাশে আছি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের যেসব সদস্যরা জীবন দিয়েছেন তাদের আমি গভীরভাবে স্মরণ করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
কেএম/এসএন
