ফারদিন হত্যাকাণ্ড নিয়ে কিছু বলার সময় আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলার বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। এই হত্যা মামলার বিষয়ে এখনো বলার সময় হয়নি। পুলিশ কাজ করছে। তারা যথাসময়ে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে গণমাধ্যমে জানাবেন।
সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নৌ-পুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রাজারবাগে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিককের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তার পরিবারের অভিযোগগুলো আমরা আমলে নিয়ে কাজ করছি। ফারদিন হত্যার ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ফারদিন নাকি মাদকাসক্ত ছিল এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা এখনো নিশ্চিত নয়, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি জানা যাবে। এখন আপাতত এ বিষয়ে কিছু বলতে পারছি না।
কেএম/এসজি
