কপ-২৭: সরগরম পুরো সম্মেলন কেন্দ্র

বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৭) দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে সরগরম পুরো সম্মেলন কেন্দ্র।
সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হাজারো প্রতিনিধি প্রথমবারের মতো সম্মেলনে অংশ নিচ্ছেন। ফলে সম্মেলন কেন্দ্রে ঢুকতেই বিশাল লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে তাদেরকে।
এদিকে সম্মেলন কেন্দ্রের ভেতরে যখন জলবায়ু পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে চলছে দর কষাকষি, আলোচনাা, সমস্যা সমাধানের পথ খোঁজা হচ্ছে বাইরে চলছে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ।
সকালে সম্মেলন কেন্দ্রে উপস্থিত হতেই দেখা যায়, বাইরে বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ড, ব্যানার হাতে গলা ফাটিয়ে বিক্ষোভ করছেন বেশ কিছু মানুষ। এদের বেশির ভাগই বিভিন্ন দেশের পরিবেশ কর্মী ও পরিবেশবাদীরা।
তারা দু’হাতে ব্যানার উপরে উঁচিয়ে তুলে ধরেছেন। এসব ব্যানারে বিভিন্ন সামুদ্রিক মাছ, কাঁকড়াসহ অন্যান্য সামুদ্রিক মৎস্য সম্পদ পরিহারের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তারা স্লোগান দিচ্ছেন।
শুধু সামুদ্রিক মাছ কিংবা কাঁকড়া আহরণ বন্ধের কথাই বলছেন না, তারা তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখারও দাবি জানিয়েছেন। এই দাবি তারা গত এক যুগেরও বেশি সময় ধরে জানিয় আসছেন।
এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলন কেন্দ্রের ভেতরে আরেক দল পরিবেশকর্মী প্রায় একই দাবিতে প্রতিবাদী সভা করেছেন। সভার দাবি একটাই। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিপর্যয়ের হাত থেকে বিশ্বকে রক্ষা করতে হবে।
এনএইচবি/এমএমএ/
