নৌ পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি

নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) বিকালে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।
র্যালিটির নেতৃত্ব দেন নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।
দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচি পালন করছে পুলিশ। র্যালি শেষে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন আনুষ্ঠান শুরু হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত আছেন-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পুলিশের এসপি গৌতাম, এএসপি সাথী শর্মা প্রমুখ।
কেএম/এমএমএ/
