৪০তম বিসিএস অফিসারদের ট্যুরিস্ট পুলিশ প্রধানের সঙ্গে সাক্ষাৎ

৪০তম বিসিএস অফিসারদের একনিষ্ঠ, ও সততার মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান।
রবিবার (১৩ নভেম্বর) ৪০তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারের গেজেটেড প্রাপ্ত অফিসারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি কনফারেন্স রুমে ফুল দিয়ে সুপারিশপ্রাপ্ত অফিসারদের বরণ করে নেন।
সাক্ষাৎ প্রোগ্রামে ট্যুরিস্ট পুলিশ প্রধান নবীন অফিসারদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠার সঙ্গে কর্মজীবন শুরু করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত আইজিপি আরোও বলেন, ‘আমি আশা করি তোমরা তোমাদের দক্ষতা, একনিষ্ঠ, ও সততার মাধ্যমে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখবে।’
উল্লেখ্য ৪০তম বিসিএসের পুলিশ, প্রশাসন, সাধারণ শিক্ষা, সমবায় ও ট্যাক্স ক্যাডারের অফিসারগন উপস্থিত ছিলেন। পরিশেষে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
কেএম/এমএমএ/
