বিএনপির নেতা-কর্মীরা রাজশাহীর সমাবেশে ৩ দিন আগে রওনা দেবেন : মিনু

বিএনপি প্রধান ও বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের দুইবারের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশে যোগ দিতে বিএনপির নেতা কর্মীরা বাংলাদেশের নানা স্থল থেকে যাত্রা শুরু করবেন ৩০ নভেম্বর। পদব্রজে, ট্রেনে, নৌকায়, বাসে যে যেভাবে পারবেন আসবেন। আমরাও আছি এই শহরে।’
সাবেক রাজশাহী সিটি মেয়র এ সময় বলেছেন, ‘শেখ হাসিনার পোষ্যবাহিনী-আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলী ও সহযোগী সংগঠনগুলোর কোনো নেতা, কর্মী আমাদের কোথাও কোনোভাবে বাধা দিলে বিএনপির নেতা, কর্মীদের বাঁধভাঙ্গা নদীর স্রোতের তোড়ে খরকুটো হয়ে উড়ে যাবেন। তাদের জন্য সকল নেতা, কর্মীকে প্রস্তুতি নেয়ার আহবান জানাই।’
তিনি আজ শনিবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন।
রাজশাহীর প্রধান নেতা মিজানুর রহমান মিনু আরো বলেন, ‘রাজশাহী বিভাগীয় গণসমাবেশ বিজয়ের মাসের শুরুতেই আয়োজন করা হয়েছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানীদের কাছ থেকে রাষ্ট্রীয় পতাকা ছিনিয়ে এনেছেন মুক্তিযোদ্ধারা। তাদের পাশে ছিলেন পূ্র্ব বাংলার আপামর জনগণ।’
মিনু আশা করেছেন, ‘বিজয়ের মাসে আয়োজিত আমাদের গণসমাবেশে নেতা, কর্মীর ঢল নামবে। এই সমাবেশে নাটোর থেকে অসংখ্য নেতা, কর্মীর সমাগম হবে-এমন প্রত্যাশা আমাদের।’
সভায় সিংড়ার সাবেক এমপি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ অংশগ্রহণ করেছেন।
নাটের জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্ব করেছেন। সভায় বক্তা হিসাবে আরো ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। অন্যান্যের মধ্যে জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ অংশগ্রহণ করেছেন।
ওএফএস।
