আইনশৃঙ্খলা বাহিনীর দাবি মানতে নারাজ ফারদিনের বাবা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশলের তৃতীয় বর্ষের নিহত শিক্ষার্থী ফারদিন নূর পরশ মাদকসেবী বলে দাবি করছে র্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এই দাবি মানতে নারাজ ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন রানা।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে ঢাকাপ্রকাশ-এর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফারদিন যেদিন নিখোঁজ হয়েছিল এর পরদিন তার পরীক্ষা ছিল। পরীক্ষার দিন বা আগের দিন কি কোনো মেধাবী শিক্ষার্থী আড্ডা দিতে পারে?
তিনি বলেন, যে ছেলেটা কখনো ধূমপান করেনি সে কীভাবে মাদক সেবন করতে পারে?
ফারদিনের বাবা আরও বলেন, ফারদিনের যে স্বভাব-চরিত্র এবং যাদের সঙ্গে তার মেলামেশা, তার তো চনপাড়ায় যাওয়ার কথা নয়। তাকে কখনো ধূমপান করতে দেখিনি। মাদকের স্পটে কেন গিয়েছিল এরকম কথা শুনতে আমাদের পরিবারের খুব খারাপ লাগছে। সব সময় টিউশনি ও পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত সে।
উল্লেখ্য, পরিবারের সঙ্গে ঢাকার ডেমরার কোনাপাড়ায় থাকতেন নিহত ফারদিন। কাজী নূর উদ্দিন রানার তিন ছেলের মধ্যে ফারদিন সবার বড়। পরিবার বলছে, ডেমরার বাসা থেকে বুয়েটের উদ্দেশে বেরিয়েছিলেন ফারদিন। ফারদিন গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাসায় খেয়ে বেরিয়েছিলেন বলে জানান তার বাবা নূর উদ্দিন।
বাসায় মাকে বলে গিয়েছিলেন, শনিবার পরীক্ষা আছে তাই বন্ধুদের সঙ্গে একত্রে পড়াশোনা করবেন হলে থেকে। পরীক্ষা শেষে বাসায় ফিরবেন শনিবার বিকালে। কিন্তু শনিবার পরীক্ষায় ফারদিন ছিলেন অনুপস্থিত। তখন তার বন্ধুরা সেটা পরিবারকে জানালে উদ্বেগাকুল হয়ে পড়েন তার বাবা-মা।
কোনো খবর না পেয়ে নূর উদ্দিন রামপুরা থানায় ছেলের হারানোর বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই জিডির তদন্তে বলা হয় ফারদিনকে রামপুরা থেকে সদরঘাটের দিকে গিয়েছিল। গত ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কেএম/এসজি
