বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যায় রামপুরা থানায় মামলা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশ হত্যার ঘটনায় রাজধানীর রামপুরা থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এই মামলাটি করা হয়।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এই মামলার বাদী ফারদিনের বাবা। মামলায় ফারদিন নূরের বান্ধবীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।’
তিনি আরও বলেন, মামলাটি তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের থানা পুলিশ কাজ করছে।
পুলিশ জানায়, ফারদিন নূরের ওই বান্ধবী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করছেন। চার বছর ধরে তার সঙ্গে ফারদিন নূরের যোগাযোগ।
ফারদিন নূর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বুয়েটের ড. এম এ রশীদ হলে সংযুক্ত থাকলেও হলে থাকতেন না ৷ পরিবারের সঙ্গে ঢাকার কোনাপাড়া এলাকায় থাকতেন।
গত শনিবার থেকে ফারদিন নূর নিখোঁজ ছিলেন। পরে ওই দিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করেন তার বাবা কাজী নূর উদ্দিন। পরে নারায়ণগঞ্জ পুলিশ গত সোমবার ফারদিন নূরের মরদেহ উদ্ধার করে।
কেএম/এমএমএ/
