আজ নূর হোসেন দিবস

১৯৮৭ সাল। হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলন তখন তুঙ্গে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ১০ নভেম্বর ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল নূর হোসেনের রক্তে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণজোয়ার সৃষ্টি করেছিল নূর হোসেনের রক্ত।
এরশাদবিরোধী তুমুল আন্দোলনের সময় বুকে-পিঠে ‘স্বৈরাচার মুক্তি পাক, গণতন্ত্র মুক্তি পাক’ লিখে রাজপথে নামা নূর হোসেনের ৩৫তম শাহাদাৎবার্ষিকী পালিত হচ্ছে আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে রাজধানীর ‘জিরো পয়েন্টে’ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন নূর হোসেন। প্রতি বছর ১০ নভেম্বর ‘নূর হোসেন দিবস’ হিসেবে পালন করা হয়।
স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে গণজোয়ার সৃষ্টি করেছিলেন শহীদ নূর হোসেন। নূর হোসেন ছাড়াও সেই আন্দোলনে আরেক যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো পুলিশের গুলিতে নিহত হন। তাদের এ মহান আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করে। সর্বস্তরের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলে। স্বৈরাচারী সরকারের পতন আরও ত্বরান্বিত হয়। অবশেষে ১৯৯০ সালের ডিসেম্বরে এরশাদ সরকারের পতন হয়।
এসএন
