ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যুগপূর্তি বৃহস্পতিবার

দেশের শিল্প-প্রতিষ্ঠান, মালিক-শ্রমিক এবং উৎপাদিত পণ্যের নিরাপত্তার দায়িত্ব পালন করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। শৃঙ্খলা-প্রগতি-নিরাপত্তা এই মন্ত্রে এক যুগপূর্তি উদযাপন করছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। শিল্পাঞ্চলের নিরাপত্তায় একযুগ ধরে কাজ করে চলেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এ ইউনিট।
দেশের শিল্প খাতের অব্যাহত নৈরাজ্য নিয়ন্ত্রণ ও সার্বক্ষণিক নিরাপত্তার লক্ষ্যে ২০১০ সালের ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
উদ্বোধনের পর থেকেই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শিল্প এলাকায় শিল্প-প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মালিক-শ্রমিকদের মধ্যে সমঝোতা, সার্বিক নিরাপত্তায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বলে দাবি করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হতে যাচ্ছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টাসহ বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই এর সভাপতি এবং বিভিন্ন সংগঠনের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই শিল্প ক্ষেত্রে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিনিয়োগবান্ধব ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
কেএম/এমএমএ/
