চলতি বছর ৬৬ হাজার মাদক কারবারি আইনের আওতায়

চলতি বছরে ৬৬ হাজারের অধিক মাদক চোরাকারবারিকে আইনের আওতায় এনেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশ্বস্ত সূত্র সোমবার (৩১অক্টোবর) ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, যেসব মাদক চোরাকারবারি বর্তমানে সক্রিয় রয়েছে তাদের আইনের আওতায় আনতে সরকারি বাহিনীর সদস্যরা কাজ করছেন।
এ সব বিষয়ে নিয়ে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলছে, ২০২১ সালে ৯৩ হাজার ১৯০টি মামলা দায়েরপূর্বক এক লাখ ২২ হাজার ১৫২ জন অবৈধ মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
ওই সূত্রটি আরও জানায়, চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ৬৬ হাজার ৫৫৪টি মামলা দায়ের করা হয়েছে এবং এ সব মামলায় ৮৩ হাজার ১২৩ জন অবৈধ মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ সব বিষয় নিয়ে পুলিশ সদর দপ্তর বলছে, মাদক চোরাকারবারি ও অবৈধ চোরাকারবারিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও ভৌগোলিক কারণে মাদক সমস্যার কবলে পড়েছে।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে অবৈধ মাদক প্রবেশ করে পার্শ্ববর্তী দেশ থেকে। আলোচিত ইয়াবা আসে মিয়ানমার থেকে। ভারত থেকে গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও ইনজেক্টিং ড্রাগ অনুপ্রবেশ করে।
তিনি বলেন, মাদক ও চোরাকারবারীদের ধরতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান বলেছেন, সারাদেশে চোরাকারবারি ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের পুলিশের অভিযান চলমান রয়েছে।
তিনি বলেন, কোনো অপরাধীদের সঙ্গে আমাদের আপস নেই। তিনি বলেন, ইতোমধ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সিন্ডিকেট ও গডফাদারদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্স এর ঘোষণা অনুযায়ী কাজ করছি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেন, বর্তমান মাদক ভয়াবহভাবে ছড়িয়ে যাচ্ছে। সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে।
তিনি বলেন, মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এবং এটা নিয়ন্ত্রণে আমরা বিভিন্নভাবে কাজ করছি।
কেএম/আরএ/
