তিন দফা দাবি আদায়ে স্পিকারের নিকট যাবেন সোহেল তাজ

৩ নভেম্বর জাতীয় শোকদিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবী আদায়ের লক্ষে স্পিকারের কাছে স্মারকলিপি দেবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এর সন্তান তানজিম আহমদ (সোহেল তাজ)।
সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৩ টার সময় মানিক মিয়া এভিনিউ সংলগ্ন গোল চত্বর থেকে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা এবং স্পিকার বরাবর স্বারকলিপি প্রদান করবেন তিনি।
রবিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সোহেল তাজ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ৩ নভেম্বর ১৯৭৫ জাতীর জীবনে একটি কলঙ্কিত কিত দিন। এই দিনে আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে--সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান--ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।
এই কলঙ্কিত দিনকে জাতীয় শোকদিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষে ৩১ অক্টোবর বিকাল ৩ টার সময় মানিক মিয়া এভিনিউ সংলগ্ন গোল চত্বর থেকে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা এবং স্পিকার বরাবর স্বারকলিপি প্রদান করা হবে।
এসএম/এমএমএ/
