ছয় মাসে ১১ দেশ ভ্রমণ করতে চায় সংসদীয় কমিটি

ডলার সংকটের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বিলাসী পরিকল্পনা। আগামী ৬ মাসে ১১ টি দেশ সফর করার প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রণালয়কেও অনুরোধ করা হয়েছে।
সংসদীয় কমিটির সুপারিশে সফরের জন্য নির্দিষ্ট করা হয়েছে-সৌদি আরব, বাহরাইন, ইউএই, ওমান, তুরস্ক, ব্রাসেলস, জার্মানি, ইটালি এবং যুক্তরাজ্য সঙ্গে যুক্ত করা হয়েছে অস্ট্রিয়া ও সুইডেন। আগামী ৬ মাসের মধ্যে কমিটি কর্তৃক এ সকল দেশ পরিদর্শন সমাপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
ঐসকল দেশ ভ্রমণের উদ্দেশ্য বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারের অর্জনগুলো তুলে ধরার পাশাপাশি ওই সকল দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।
সংসদীয় কমিটি প্রস্তাব করলেও এ বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনও কোন সায় মেলেনি। পরিস্থিতি বুঝে কাজ করতে আগ্রহী মন্ত্রণালয়। এজন্য যেসকল দেশে যেতে আগ্রহী ওইসকল দেশের পার্লামেন্ট থেকে আমন্ত্রণ আনার ব্যবস্থা করবে মন্ত্রণালয়।
এ বিষয়ে কমিটির সদস্য নাহিম রাজ্জাক ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা প্রস্তাব করেছি। এখন আলোচনা পর্যায়ে রয়েছে। এটা তো অযৌক্তিক কিছু না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির কাজটা কি? কাজটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা পাশাপাশি আমাদের ম্যান্ডেট হচ্ছে অন্যান্য রাষ্ট্রের পার্লামেন্টারি গ্রুপগুলোর সঙ্গে সংযোগটা বৃদ্ধি করা। সেটাই বলা হয়েছে। বাংলাদেশের পজিটিভ জিনিসগুলো সম্পর্ক বৃদ্ধি করি কমিটির মাধ্যমে।
তিনি বলেন, বিগত সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলো কিন্তু একই কাজ করেছিল। দুর্ভাগ্যবশত গত তিন বছর ধরে করোনা এবং করোনা পরবর্তী কাজ অনেকটা বিঘ্ন ঘটে। বিগত তিন বছরে ওই রকমভাবে যেতে পারি নাই তাদের সঙ্গে আলোচনা করতে পারি নাই। এটা অস্বাভাবিক কোনো কিছু না। উদ্যোগ গ্রহণ করার চিন্তাভাবনা করছি। যদিও সেখানে দেখতে হবে ওই পার্লামেন্ট থেকে আমন্ত্রণও আনতে হবে।
তিনি আরও বলেন, ‘ভ্রমণ করার প্রয়োজনীয়তা আছে কি-না এগুলো ভেবে চিন্তেই করা হবে। অর্থ ব্যয় করা হলে যেন অপচয় করা না হয় সেটাও ভাবনায় রয়েছে। বর্তমান পরিস্থিতি আমরা খুবই কেয়ারফুলি দেখছি। অহেতুক যেন কোন ট্রিপ না হয়।’
এসএম/এএস
