বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘটনা দুর্ভাগ্যজনক: চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যা ঘটছে তাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
সোমবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন চীনা রাষ্ট্রদূত।
বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রসঙ্গে নিয়ে কথা হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিষয় নিয়ে আমি মনে করি আলোচনা হওয়া উচিত। পররাষ্ট্র সচিব আমাকে বিষয়গুলো বলেছেন।
মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের জেরে দেশটির সেনাবাহিনীর ছোড়া গোলা নিয়মিত বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে। এতে এক রোহিঙ্গা যুবক মারা গেছেন। আহত হয়েছেন অনেকে।
এসব ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ৪ বার তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু ঘটনার পুনরাবৃত্তি ঘটছেই।
আতঙ্কে স্থানীয়রা কাজে বের হচ্ছেন না। এতে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে। জেলা প্রশাসন অন্তত ৩০০ পরিবারকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
সর্বশেষ ঢাকায় বিভিন্ন দেশের দূতদের ডেকে পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশেদ আলম। বাংলাদেশ জাতিসংঘে গেলে রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে সেই ব্রিফিংয়ে চীনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
আরইউ/এসজি