তদন্তে ইউএনও দোষী হলে ব্যবস্থা: অতিরিক্ত সচিব
বান্দরবানের আলী কদম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের অন্য যেসব কর্মকর্তার বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে সেগুলো তদন্ত হচ্ছে। আজকের মধ্যেই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রেশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আলী কদমের ইউএনও, কুড়িগ্রামের প্রশ্ন ফাঁসের ঘটনায় ইউএনও এর সম্পৃক্ততা, বগুড়া সদর উপজেলা ইউএনও’র বিতর্কিত কর্মকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে মাঠ প্রশাসনের যেসব কর্মকর্তার কর্মকাণ্ড বিতর্কিতের জন্ম দিয়েছে সেগুলো তদন্ত হচ্ছে। সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত হচ্ছে।
সরকারের এই অতিরিক্ত সচিব জানান, প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাস্তি যে হয় না, এটা ঠিক না। এসব ঘটনায় আমরা বিভাগীয় ব্যবস্থা নিয়ে থাকি।
আলী কদমের ইউএনও মেহরুবা ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গিয়ে আলী কদমের ইউএনও মেহরুবা ইসলাম ক্ষুব্ধ হয়ে চ্যাম্পিয়ান ও রানারআপ ট্রফি মাটিতে আঁচড়ে ভেঙে ফেলেন।
এনএইচবি/এমএমএ/