সুস্থ্ মানবসম্পদ ব্যতীত উন্নয়ন সম্ভব নয়: ডেপুটি স্পিকার
সুস্থ্ মানবসম্পদ ব্যতীত উন্নয়নের মহাসড়কে এগিয়ে যওিয়া সম্ভব নয় বলে উল্লেখ করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমন তার জীবনভর স্বপ্ন দেখে গেছেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের। যে দেশের মানুষ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অপরাধমুক্ত সুস্বাস্থ্যের অধিকারী একটি সুন্দর জাতি গঠনের মাধ্যমে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে এগিয়ে যাবে। তিনি স্বাস্থ্য খাতের গুরুত্ব অনুধাবন করেই সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করেছিলেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের সভাকক্ষে বিশ্ব আলঝেইমার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ডা. পরিতোষ কুমার সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মালিহা হালিম, বিশেষ অতিথির বক্তব্য করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম।
ডেপুটি স্পিকার বলেন, আলঝেইমার (স্মৃতি ভ্রষ্টতা) রোগটি এখন অনেকাংশে লক্ষ্য করা যাচ্ছে যেটা নিউরোসায়েন্সের গবেষণায় উঠে এসেছে। তাই এই রোগের প্রতিকারের জন্য চিকিৎসা গ্রহণ করা আবশ্যক। লজিস্টিক সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও এখানকার ডাক্তাররা যত্নের সঙ্গে এসব রোগের চিকিৎসা দিয়ে থাকেন। এসময় তিনি এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন। বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে এর প্রতিকারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবশ্যকতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশের মোট সাতটি বিভাগের উপর আলঝেইমার নিয়ে গবেষণার সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। দেশের মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধির জন্য এই সচিত্র প্রতিবেদনটি শহর, জেলা ও উপজেলা পর্যায়ে উপস্থাপন করার বিষয়ে অধিকতর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার।
এসএম/এসএন