ঝালকাঠিতে লঞ্চে আগুন: ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শোক
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ঝালকাঠির সুগন্ধা নদীতে সম্প্রতি লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৩ জানুয়ারি) একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেনের কাছে পাঠানো এক শোকবার্তায় ড. জয়শঙ্কর ভারত সরকার এবং তার নিজের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রিয়জনদের আকস্মিক মৃত্যুর শোক সইবার মানসিক শক্তি কামনা করেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী একইসঙ্গে এ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সুস্থভাবে তাদের পরিবারের মাঝে ফিরে যাওয়ারও প্রার্থনা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নলছিটি অতিক্রম করে ঝালকাঠি টার্মিনালের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনরুমে আগুন লাগে। মুহূর্তেই এ আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়লে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৮ জন। নিখোঁজ রয়েছে ৩০ জন।
আরইউ/এএস
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)