অমিক্রন ইস্যুতে দুই মন্ত্রী বৈঠকে বসছেন
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন এর সংক্রমণ ঠেকানো, প্রতিকার এবং প্রতিরোধে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন সরকারের দুই মন্ত্রী।
সন্ধ্যা ছয়টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ৬৪ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই বৈঠকে যোগ দেবেন। এ ছাড়া সরকারের একাধিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।
অপরদিকে ৬৪ জেলার জেলা প্রশাসক,পুলিশ সুপার এবং সিভিল সার্জনরা ভার্চুয়ালি বৈঠকে অংশ নিবেন।
সূত্র জানায়, বৈঠকে মূলত অমিক্রন এর সম্ভাব্য ভয়াবহতা ঠেকাতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, কিভাবে সংক্রমণ ঠেকানো যায় এ বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা হবে। জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের মতামত নেওয়া হবে।
তাদের মতামত পাওয়ার পর এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে সভায় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব দিকনির্দেশনা দেবেন।
সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী অমিক্রণ বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে ইউরোপ, আমেরিকার দেশগুলোতে অমিক্রন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এমনকি পাশের রাষ্ট্রে ভারতে প্রতিদিন অমিক্রণ এর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইতোমধ্যে পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে পশ্চিমবঙ্গের সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে।
এই পরিস্থিতিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনের সঙ্গে সরকারের দুই মন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সচিবের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বিবেচনা করা হচ্ছে। যদিও বাংলাদেশে এখনো সংক্রমণ সেভাবে বিস্তার লাভ করেনি। এ অবস্থায় কীভাবে অমিক্রণএর বিস্তার ঠেকানো যায়, প্রতিরোধ করা যায় সেই প্রতিকার নির্ণয় আজকের এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এনএইচবি/এমএমএ/