সচিব হলেন দুই কর্মকর্তা, অবশেষে শহীদ উল্লা’র বিদায়
সরকার দুই জন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে। এরমধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনকে একই মন্ত্রণালয়ের সচিব এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মু. মোহসিন চৌধুরীকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২২ সেপ্টেম্বর থেকে ওয়াছি উদ্দিনের নিয়োগ কার্যকর হবে।
ওয়াছি উদ্দিন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-২) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সচিব পদে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তা মন্ত্রণালয়ের বর্তমান সচিব শহীদ উল্লা খন্দকারের স্থলাভিষিক্ত হবেন।
চুক্তিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে থাকা শহীদ উল্লার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২২ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা শহীদ উল্লা ২০১৫ সালে সচিব পদে নিয়োগ পান। প্রথমে তিনি ২০১৬ সালে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগ দেন। একই বছর তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন। তারপর থেকে দফায় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে তিনি এই মন্ত্রণালয়েই সচিবের দায়িত্ব পালন করেন।
এনএইচবি/এমএমএ/