৫০ দেশের ১০০ প্রতিনিধি বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দেবেন: পররাষ্ট্রমন্ত্রী
ড. আব্দুল মোমেন
এবারের বিশ্ব শান্তি সম্মেলনে ৫০ দেশের ১০০ জন প্রতিনিধি যোগ দিতে যাচ্ছেন। এর মধ্যে ৬০ জন সশরীরে ও ৪০ জন ভার্চুয়ালি যোগ দিচ্ছেন।
বুধবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।
সম্মেলনে অংশ নেবেন রাজনীতিবিদ, শিল্পী ও সাহিত্যিকরা। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, নোবেল জয়ী কৈলাশ সত্যার্থী, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা, ব্রিটেনের সাবেক ফার্স্ট লেডি শেরি ব্লেয়ারের মতো ব্যক্তিরা এ সম্মেলনে অংশ নেবেন।
আগামী ৪ ডিসেম্বর (শনিবার) বিকালে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করবেন। আর ৫ ডিসেম্বর (রবিবার) সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী এমনটা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সে কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করেছি।
ড. মোমেন বলেন, আমরা কোনো গুলি ছাড়াই শান্তি প্রতিষ্ঠা করেছি। আমরা সারা বিশ্বেই শান্তির বার্তা দিতে চাই।
আরইউ/টিটি/