সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণ: ইসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা অনুযায়ী আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাল ইসি।
নির্বাচন কমিশনের ৬ষ্ঠ কমিশন বৈঠক পরবর্তী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে যে অনধিক ১৫০টি আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
তবে সর্বনিম্ন কতটি আসনে ইভিএমের ব্যবহার করা হবে তার কোনো সীমারেখা নেই। সেক্ষেত্রে একটি আসনও হতে পারে। তবে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের ক্ষেত্রে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
কোন কোন আসনে ইভিএম ব্যবহার হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা শিডিউল ঘোষণা হলে বলা যাবে।
বর্তমানে কতটি ইভিএম আছে এবং কতগুলো আসনে ভোটগ্রহণ করতে পারবে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমাদের হাতে ১ লাখ ৫০ হাজার ইভিএম আছে। তা দিয়ে ৭০ থেকে ৭৫টি আসনে ভোটগ্রহণ করা সম্ভব। ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করতে হলে আরও কিছু ইভিএম কিনতে হবে। সেই পদক্ষেপ এখন থেকেই শুরু করছি।
ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী নির্বাচনে ৩০০ আসনে ইভিএমের ব্যবহার দাবি করেছিল। তবে বিরোধী দল জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ইভিএমের বিপক্ষে মতামত দিয়েছিল। তারা বলেছিল, ইভিএম ভোট কারচুপির যন্ত্র।
এমএম/এমএমএ/
