মন্ত্রীর মর্যাদা পেলেন আতিক-তাপস, রেজাউল-আইভী প্রতিমন্ত্রী

সরকার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে পূর্ণ মন্ত্রী এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রদেরকে প্রতিমন্ত্রী মর্যাদা দিয়েছে। সোমবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেক ফজলে নূর তাপস পূর্ণ মন্ত্রী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র বেগম সেলিনা হায়াৎ আইভী এখন থেকে প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করবেন।
এই চার মেয়র স্ব স্ব পদে থাকাকালীন তাদের নামের পাশে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, গত ৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক মামুন মোর্শেদ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে পূর্ণ মন্ত্রী এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করা হয়েছে।
ওই চিঠির পর মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেত নিতে কার্যক্রম শুরু করে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হল।
এনএইচবি/এমএমএ/
