জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই
জাতীয় অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত নজরুল গবেষক রফিকুল ইসলাম
জাতীয় অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত নজরুল গবেষক রফিকুল ইসলাম আর নেই।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের ডিউটি অফিসার ডা. অভিজিৎ রায় এতথ্য নিশ্চিত করেছেন।
গত ৭ অক্টোবর পেটের ব্যথা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।
পরীক্ষা-নিরীক্ষার পর তার নিউমোনিয়া ধরে পড়ে। পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ভারতে নিতে চাইলেও তিনি রাজি হননি। বিএসএমএমইউ হাসপাতালের বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনের অধীনে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দিতে ভেন্টিলেশনে নেওয়া হয়।
এভারকেয়ারের ডিউটি অফিসার অভিজিৎ রায় জানান, ২১ নভেম্বর অধ্যাপক রফিকুল ইসলামকে বিএসএমএমইউ থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
রফিকুল ইসলামের বয়স হয়েছিল ৮৭ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক তিনি। এ ছাড়া নজরুল গবেষণাকেন্দ্রের প্রথম পরিচালকও ছিলেন। ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। সেই সময়ের দুর্লভ আলোকচিত্রও ধারণ করেছিলেন তিনি। অন্তত ৩০টি গ্রন্থ রচনা করেছেন এ গবেষক।
রফিকুল ইসলাম বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্যের দায়িত্বও পালন করেছেন। ২০১৮ সালে তিনি জাতীয় অধ্যাপক হন। শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক পেয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম। ২০২১ সালের ১৮ মে সরকার তাকে তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব দেয়।
এসএন