বাংলাদেশ-রুয়ান্ডা চলবে বিমান
বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে বিমান চলাচল বিষয়ে দ্বিপাক্ষিক একটি চুক্তি খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। অন্যদিকে মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষ থেকে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মন্ত্রিসভা চুক্তির বিষয়টি অনুমোদন দিয়েছে। তবে বলেছে, বিষয়টি আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য। দুই দেশের মধ্যে বিমান চলাচল হলে অর্থনৈতিকভাবে কী বেনিফিট হবে, আরও কী কী বেনিফিট আসবে সেটা দেখার জন্য বলা হয়েছে।
এ সময় তিনি বলেন, এটা এখনই শুরু হবে না। অনুমোদন দিয়ে বলে দেওয়া হয়েছে অর্থনৈতিক বিষয়টা দেখে তারপর চুক্তিতে স্বাক্ষর করার জন্য। আফ্রিকাতে তো আমাদের সরাসরি কোনো ফ্লাইট নেই। রুয়ান্ডা থেকে অন্যান্য জায়গায় যেমন- কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা বা অন্যান্য যেসব জায়গায় আমাদের লোকজন আছে সেসব জায়গায় যোগাযোগের কেমন সুবিধা হবে- এ বিষয়গুলো দেখে নিতে বলেছে মন্ত্রিসভা।
এনএইচবি/এসজি/