ভোট হয়েছে আনন্দমুখর পরিবেশে: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, ‘এবার আমরা যে ভোট করেছি ইউনিয়নে, সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে।’ রবিবার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে নির্বাচন শেষে ইসি সচিব সাংবাদিকদের ব্রিফিং কালে এ কথা বলেন। এ দিন ৮৩৬ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইসি সচিব বলেন, ‘প্রতিটি ধাপেই নির্বাচন খুব ভালো হয়েছে। জনগণের সম্পৃক্ততা ছিল, তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশি আশা করছি।’
ইসি সচিব জানান, চতুর্থ ধাপের এ নির্বাচনে গোলযোগের কারণে ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে। কয়েকটি এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৯ জন আহত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৬৩ জন আটক করেছে; নির্বাহী হাকিম জরিমানা করেছে ৫ জনকে।
গত জুন মাসে ইউপি নির্বাচন শুরু হলেও করোনাভাইরাস মহামারীর কারণে পরের ধাপের ভোটগুলো পিছিয়ে যায়। সেপ্টেম্বর ও নভেম্বরে দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোটগ্রহণ করা হয়। এতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি ভোট হবে। এরপর ৬ষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ভোট হবে ২১৯ ইউপিতে।
এপি/
