পদ্মা সেতু বুঝে পেয়েছে সেতু কর্তৃপক্ষ

আর মাত্র দুই দিন পরই খুলে দেওয়া হবে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। ২৫ জুনকে ঘিরে পদ্মার দুই তীরে চলছে উৎসবের আমেজ। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি চলছে নানা আয়োজন। ঠিক তার আগ মুহূর্তে পদ্মার দুই প্রান্তকে জোড়া লাগানো পদ্মা সেতু নির্মাণকাজ শেষ হয়েছে। নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি) বৃহস্পতিবার (২৩ জুন) সেতু কর্তৃপক্ষের কাছে পদ্মা সেতু বুঝিয়ে দিয়েছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানিয়েছেন, বুধবার ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর কাজ শেষ করে পদ্মা সেতু কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে। তবে অবকাঠামোর ছোটখাটো কাজ আগামী এক বছর ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান করবে।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। সাইবার ওয়ার্ল্ড মনিটরিংসহ বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা। কোথাও কোনো ধরনের নেতিবাচক তথ্য পাওয়া গেলে কার্যকর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
উদ্বোধনী অনুষ্ঠানস্থলে তিনস্তরের নিরাপত্তাসহ জোরদার করা হবে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আগামী ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে হবে সুধী সমাবেশ। সেতুর উদ্বোধন করে প্রধানমন্ত্রী গাড়িতে করে জাজিরা প্রান্তে যাবেন। সেখানে তিনি ফলক উন্মোচন করবেন এবং মোনাজাত করবেন। উদ্বোধনের পরদিন ২৬ জুন সকালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু।
এনএইচবি/এসজি/
