২৪ ঘণ্টায় আরও কমল করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা

আগের দিনের চেয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমেছে। এর পাশাপাশি কমেছে নতুন রোগী শনাক্তের সংখ্যাও। ফলে গতকাল বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) সকাল আটটা থেকে আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল আটটা পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। আর নতুন রোগীর শনাক্তের সংখ্যা ৩৪২ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৬ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা রোগী শনাক্তের হার ২ দশমিক শূন্য ২। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৯৫।
এর আগে ২৪ ঘন্টায় প্রাণঘাতী এ ভাইরাসে মারা যান দুজন। আর করোনা রোগী শনাক্ত হয়েছিল ৩৮২ জন।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। তারপর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১৫ লাখ ৮২ হাজার ৭১০। তাঁদের মধ্যে মারা যান মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৫ জন এবং সুস্থ হন ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন। সর্বশেষ সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১২ জন।
এসআইএইচ/
