ভারতের উপ-রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ভারতের ভাইস উপ-রাষ্ট্রপতি এবং বাণিজ্য ও শিল্প, ভোক্তা বিষয়ক, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন এবং বস্ত্র এবং পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও হাউজিং মন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গে নয়াদিল্লিতে তাদের নিজ নিজ অফিসে সাক্ষাৎ করেছেন।
সোমবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী সোমবার ভারতের উপ-রাষ্ট্রপতি শ্রী এম. ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় উপ-রাষ্ট্রপতি সাম্প্রতিক বছরগুলোতে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য তার সন্তুষ্টি প্রকাশ করেন।
ভারতের উপ-রাষ্ট্রপতি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসের বিরুদ্ধে তার শূন্য-সহনশীলতার কথা তুলে ধরেন যা সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চল, বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে শান্তি ও নিরাপত্তা এনেছে। তিনি আরও প্রশংসা করেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক পারস্পরিক আস্থার উপর ভিত্তি করে এবং ভারতের পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ একটি বিশেষ স্থান দখল করে। কারণ উভয় দেশই যৌথ ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা এবং অভিন্ন মূল্যবোধের দ্বারা সংযুক্ত।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাক্ষাতের জন্য সময় দেওয়ার জন্য উপরাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তিনি জেসিসির সভায় সফল আলোচনায় সন্তোষ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ ভারতকে নিকটতম প্রতিবেশী হিসেবে বিবেচনা করে এবং উভয় দেশ অভিন্ন নদী ও পানি সম্পদ ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং খাদ্য নিরাপত্তার মতো ক্ষেত্রে খাতগত সহযোগিতার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করছে।
পররাষ্ট্রন্ত্রী পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও দেখা করেন। দুই মন্ত্রী শক্তি সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশের বিদ্যমান সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। পারমাণবিক শক্তি, সৌর ও বায়ু, এলএনজি, এলপিজি, ডিজেল ইত্যাদির মতো নবায়নযোগ্য নিয়ে আলোচনা করেন তারা।
এর আগে গত রবিবার (১৯ জুন) ড. মোমেন ভারতের বাণিজ্য ও শিল্প, ভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন এবং বস্ত্রমন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করেন। উভয় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন যে গত কয়েক বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য প্রবৃদ্ধি রেকর্ড করেছে।
ড. মোমেন বাংলাদেশ ও ভারতের দুই পররাষ্ট্রমন্ত্রীর সহ-সভাপতিতে অনুষ্ঠিত সপ্তম জেসিসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে নয়াদিল্লি সফর করছেন। আজ সোমবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
আরইউ/