গুরুতর দগ্ধ দুজনকে র্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হলো

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমডি অভিযান-১০ লঞ্চে অগ্নিদুর্ঘটনায় হতাহতদের মধ্যে দুইজন গুরুতর আহত রোগীকে উন্নত চিকিৎসার জন্য র্যাবের হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হলো।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় র্যাব সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, আগুনে দগ্ধদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া দরকার। এ জন্য তাদের র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হচ্ছে।
এর আগে, লঞ্চ এমভি অভিযান-১০ এর ইঞ্জিন থেকে লাগা আগুনে দগ্ধদের মধ্যে একই পরিবারের তিনজনকে ঢাকায় আনার পথে ৬ বছর বয়সী শিশুটি মারা যায়। বাকি দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- জিয়াসমিন আক্তার (৩৫) ও তার ৮ বছর বয়সী ছেলে মো. তামিম। আর মারা গেছেন মেয়ে মাহিনুর।
বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ড সামন্ত লাল সেন জানান, দগ্ধদের মধ্যে জিয়াসমিনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে এবং তামিমের ১২ শতাংশ পুড়েছে। আরও বেশ কয়েকজনকে ঢাকায় আনা হচ্ছে। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনএইচ/এপি/
