একই মডেলের হবে মুক্তিযোদ্ধাদের কবর

মুক্তিযোদ্ধাদের কবর একই মডেলের হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক অনুষ্ঠানে এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
মন্ত্রী বলেন, ৫০ বছর পরেও একটি কবর দেখে মানুষ যেন বলতে পারে, এটি একজন মুক্তিযোদ্ধার কবর।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন মহান নেতা, মহান শিক্ষক। মহান মুক্তিযুদ্ধের আগে ২৩ বছর আমরা মুক্তিসংগ্রাম করেছি। সেই ইতিহাসসহ মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে পাকিস্তানিদের আত্মসমর্পণের স্থান শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হচ্ছে মুক্তিযুদ্ধের সূতিকাগার।
এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংসদ সদস্য কামরুল ইসলাম, সংসদ সদস্য কাজি ফিরোজ রশিদ, সংসদ সদস্য রাশেদ খান মেনন, সংসদ সদস্য মৃনাল কান্তি দাস, সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন (বাবলা) প্রমূখ।
এমএ/এসএন
