ঢাকা-মালে সরাসরি ফ্লাইট চালু করবে বিমান

ইউএস-বাংলা এয়ারলাইনসের পর এবার ঢাকা থেকে মালদ্বীপে সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মালদ্বীপে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান।
শেখ হাসিনা বলেন, 'আমরা সন্তোষের সঙ্গে লক্ষ করেছি যে, বাংলাদেশি এয়ারলাইনস ইউএস-বাংলার ফ্লাইট শুরুর মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। আমাদের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসও ঢাকা-মালে রুটে ফ্লাইট চালু করার কথা ভাবছে।'
প্রধানমন্ত্রী বলেন, 'আমরা আশা করি সরাসরি ফ্লাইটের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ ও পর্যটন সহযোগিতার আদান-প্রদান বাড়বে। আমরা সরাসরি শিপিং লাইন স্থাপনের সম্ভাবনাও পর্যালোচনা করেছি।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে প্রথমবারের মতো ছয়দিনের সফরে বুধবার (২২ ডিসেম্বর) মালদ্বীপের রাজধানী মালে পৌঁছান।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট। এসময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।
একই দিন (২৩ ডিসেম্বর) দুদেশের মধ্যে ২টি সমঝোতা স্মারক ও ২টি চুক্তি সই হয়। দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় ও দুটি সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে- বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দুদেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা।
এ ছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তিও নবায়ন করা হয়। প্রধানমন্ত্রী ২৭ ডিসেম্বর বিকালে ঢাকা পৌঁছবেন।
আরইউ/টিটি
